ডিএমপি নিউজ: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-কোতয়ালী) সাখাওয়াত হোসেন সেন্টুকে ট্রাফিক-উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-এয়ারপোর্ট জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।
রবিবার (৬ মার্চ ২০২২) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম(বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
একই আদেশে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মান্না দে কে সিটি-ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের সহকারী পুলিশ কমিশনার ও রতন কান্তি রায়কে এস্টেট বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।