ডিএমপি নিউজ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
ডিএমপির খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম সরকারকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের সহকারী পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-মতিঝিল) আব্দুল্লাহ-আল-মামুনকে খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।