ডিএমপি নিউজ: বিগত সাড়ে চার বছরে ডিএমপি’র যে সাফল্য, তা একক কারো অর্জন নয়। সবাই মিলে আমরা তা অর্জন করেছি। এজন্য ডিএমপি পরিবারের সকল সদস্যকে কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
২৪ জুলাই পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইন্স মিরপুরে গ্রান্ড রোলকলে ডিএমপির সাফল্য তুলে ধরে এ বক্তব্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম(বার), পিপিএম।
এ সময় তিনি তার বক্তব্যে বলেন, মিরপুরের পিওএম পুলিশ লাইন্স হতে রিক্সার স্তুপ সরিয়ে একটি আমের বাগান করেছি। পুকুরের চারপাশ বাধাই করেছি। ফোর্সের জন্য সেলুন, টেইলারিং, জিমনেসিয়াম, লাইব্রেরি ও ইনডোর গেইম জোন তৈরি করেছি।
তিনি সকল ফোর্সের উদ্দেশ্যে বলেন, দায়িত্ব পালনে যারা মারা গিয়েছে তাদেরকে আমরা সর্বোচ্চ সুবিধা প্রদান করেছি। প্রত্যেকটি পরিবারের পাশে আমরা আছি। কর্তব্যরত অবস্থায় গুরুতর অসুস্থ কিংবা আহত পুলিশ সদস্যদের সর্বাধুনিক হাসপাতালে সাশ্রয়ী মূ্ল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং তাদেরকে পর্যাপ্ত অনুদান প্রদান করেছি। শিক্ষাবৃত্তি চালু করেছি। এসআই শাহজাহান মিলনায়তন তৈরি করা হয়েছে। মেট্রো বেকার্স, মেট্রো কমপ্লেক্স, ডেইরী ফার্ম, মিরপুরে আউটলেট, রমনায় আউটলেট করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় ৩০০ নতুন গাড়ি ডিএমপির জন্য কেনা হয়েছে। মিরপুর পিওএম পুলিশ লাইন্সে গাড়ি মেরামতের জন্য ওয়ার্কশপের একটি শাখা, কাবাডি শেড ও মাস্টার প্যারেডের জন্য স্যালুটিং ডায়েস বানিয়েছি।
তিনি আরো বলেন, নতুন ৪টি পুলিশ লাইন্সের জন্য ৫০ একর জায়গা বরাদ্দ পেয়েছি। ২০ একর পূর্বাচলে , ১০ একর তুরাগে, ১০ একর ডেমরায় ও ১০ একর কাটাসুরে। সকল থানার জায়গা ইনশাআল্লাহ আমরা পেয়েছি। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেয়েছি। যেগুলো পাই নাই সেগুলো সরকারি টাকা দিয়ে কিনে নিয়েছি। ইতোমধ্যে শেরেবাংলা নগর, ধানমন্ডি, হাজারীবাগ ও ডেমরা থানা উদ্বোধন করেছি। আরও কিছু থানা উদ্বোধনের অপেক্ষায় আছে।
আইনশৃঙ্খলা বিষয়ে কমিশনার বলেন, ২০১৬ সালের ১ লা জুলাই হলি আর্টিসানের যে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে সেখানে আমরা দেখেছি ডিএমপির সকল সদস্য যে যেখানে ছিল মুহুর্তের মধ্যে গুলশানে পৌঁছে। সেই ভয়াবহ জঙ্গি হামলায় আত্মাহুতি দিয়েছিলেন ডিএমপি’র অকুতোভয় দুই পুলিশ কর্মকর্ত। পরবর্তী সময়ে সকল জঙ্গি অপতৎপরতাকে নস্যাৎ করতে সক্ষম হয়েছি। ডিএমপি’র সিটিটিসির মাধ্যমে দেশ থেকে জঙ্গিবাদের শিকড় উফরে ফেলেছি, জঙ্গি আস্তানা ভেঙ্গে দিয়েছি, গুড়িয়ে দিয়েছি। তাদের নেটওয়ার্ককে ভেঙ্গে দিয়েছি। বর্তমানে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থায় সর্বমহলে প্রসংশিত।
পরিশেষে তিনি ডিএমপি’র সকল অফিসার ও ফোর্সদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আজকের এই সফলতা অর্জিত হয়েছে উল্লেখ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ সময় ডিএমপি’র বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।