ডিএমপি নিউজ: বাংলাদেশ পুলিশ’র সুপ্রতিষ্ঠিত এবং সর্ববৃহৎ ইউনিট হিসেবে ডিএমপি যে সাফল্য অর্জন করেছে তা টিম ডিএমপি’র প্রত্যেকটি সদস্যের কঠোর পরিশ্রমের ফল। এখানে একক কোন কৃতিত্ব নেই। এজন্য টিম ডিএমপি’র সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্চা জানাচ্ছি।
২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে গ্রান্ড রোলকলে ডিএমপির সাফল্য তুলে ধরে এ বক্তব্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম(বার), পিপিএম।
এ সময় তিনি তার বক্তব্যে বলেন, রাজারবাগ পুলিশ লাইন্সে জায়গায় জায়গায় বিভিন্ন কন্টেইনার, ভাঙা গাড়ির স্তুপ পড়ে থাকত। এখন আর সেটা দেখা যায় না। পরিস্কার পরিচ্ছন্ন রাজারবাগ আমরা গড়েছি। ফোর্সের সুবিধায় পুকুরের চারপাশ বাধাই করেছি, যাতে সবাই অবসর সময় সুন্দরভাবে কাটাতে পারে। ফোর্সের জন্য সেলুন, টেইলারিং, জিমনেসিয়াম, লাইব্রেরি ও ইনডোর গেইম জোন তৈরি করেছি।
তিনি সকল ফোর্সের উদ্দেশ্যে বলেন, দায়িত্ব পালনে যারা মারা গিয়েছে তাদেরকে আমরা সর্বোচ্চ সুবিধা প্রদান করেছি। প্রত্যেকটি পরিবারের পাশে আমরা আছি। কর্তব্যরত অবস্থায় গুরুতর অসুস্থ কিংবা আহত পুলিশ সদস্যদের সর্বাধুনিক হাসপাতালে সাশ্রয়ী মূ্ল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং তাদেরকে পর্যাপ্ত অনুদান প্রদান করেছি। শিক্ষাবৃত্তি চালু করেছি।
কমিশনার বলেন, এক সময় পুলিশের গাড়ি স্বল্পতা ছিল। ডিউটি শেষ হওয়ার পর গাড়ির জন্য অপেক্ষা করতে হতো। এখন এসব সমস্যা আর নেই। ফোর্সের জন্য আমরা আধুনিক দূর পাল্লার বাস ব্যবস্থা করেছি। ডিউটি শেষ হওয়ার আগেই পোষ্টে গাড়ি উপস্থিত থাকে। ফোর্সদের খাবার মেসের আধুনিয়কায়ন করেছি। বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছি। কোন পুলিশ সদস্য মারা গেলে আগে তার লাশ বহনের জন্য গাড়ি ভাড়া করতে হতো। এখন পুলিশ সদস্য কিংবা তার পরিবারের সদস্যও যদি কেউ মারা যায় তাহলে তাদের লাশ যথাযথ মর্যাদায় বাড়ি পৌঁছে দেয়ার জন্য আমাদের আছে লাশবাহী ফ্রিজার ভ্যান।
আইনশৃঙ্খলা বিষয়ে কমিশনার বলেন, দেশের জঙ্গি দমনে টিম ডিএমপি সাফল্য অর্জন করেছে। দেশের যে প্রান্তেই জঙ্গির সন্ধান পাওয়া গেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিট সাফল্যের সাথে সেই জঙ্গিদের মোকাবেলা করে শতভাগ সাফল্য অর্জন করেছে। ২০১৬ সালের ১ লা জুলাই হলি আর্টিসানের যে ভয়াবহ জঙ্গি হামলা মোকাবেলায় আত্মাহুতি দিয়েছিলেন ডিএমপি’র অকুতোভয় দুই পুলিশ কর্মকর্ত। পরবর্তী সময়ে সকল জঙ্গি অপতৎপরতাকে নস্যাৎ করতে সক্ষম হয়েছি।
খেলাধূলায় ডিএমপি’র ফোর্সদের সাফল্য তুলে ধরে তিনি বলেন, ডিএমপি’র সদস্যরা শুধুমাত্র পেশাগত দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ নেই। তারা প্রত্যেকটি খেলাধূলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করছে। হার না মানা টিম ডিএমপি বিগত বছরগুলোতে প্রত্যেকটি ইভেন্টে চ্যাম্পিয়ন। ডিএমপি’র অনেক সদস্য আজ খেলাধূলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করছে।
এ সময় ডিএমপি’র বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।