ডিএমপি নিউজ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষায়িত ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কার্যালয় পরিদর্শন করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অফ কাউন্টার টেররিজম (সিটি ব্যুরো)-এর একটি প্রতিনিধি দল।
গতকাল সোমবার মিন্টো রোডে অবস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসি কার্যালয় পরিদর্শন করেন প্রতিনিধি দলটি।
প্রতিনিধি দলটিতে ছিলেন ব্যুরো অফ কাউন্টার টেররিজম (সিটি ব্যুরো)-এর অফিস ডিরেক্টর জন হাসান এবং ব্যুরো অফ কাউন্টার টেররিজমের প্রোগ্রাম ম্যানেজার মিসেস চেয়েন আরবোগাস্ট। সিটি ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে ছিলেন থিওডর ক্রেগ, সিনিয়র এডভাইজার, অ্যান্টিটেরোরিজম প্রোগ্রাম; রিকি চেম্বারস, সিনিয়র এডভাইজার, অ্যান্টিটেরোরিজম প্রোগ্রাম, এটিএ এবং মিস আসকি হাগিদক, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, এটিএ, মার্কিন দূতাবাস, ঢাকা।
প্রতিনিধি দল সিটিটিসি’র বোম্ব ডিসপোজাল ইউনিট (বিডিইউ)-এর কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান বিপিএম-বারসহ সিটিটিসি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথেও মার্কিন প্রতিনিধি দলের কর্মকর্তারা সাক্ষাৎ করেন। এ সময় সিটিটিসি’র চলমান ডি-রেডিকালাইজেশন প্রোগ্রাম তাদের আলোচনায় প্রাধান্য পায়। প্রতিনিধি দলটি সিটিটিসি-তে সাইবার ল্যাব পরিদর্শন করেন ও তাদের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। সন্ত্রাসবাদের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বকে স্বীকৃতি দিয়ে উভয় পক্ষই সন্ত্রাসবাদ দমনে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।