ডিএমপি নিউজঃ অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৪টি ক্যাটাগরিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ২২ জনকে বিপিএম ও পিপিএম পদকে সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (৩ জানুয়ারি ২০২৩ খ্রি.) সকালে পুলিশ সপ্তাহ ২০২৩ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে আয়োজিত পুলিশ বার্ষিক কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ শেষে পুলিশ বাহিনীতে কর্মরত ১১৫ জনকে বিপিএম ও পিপিএম পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী।
১১৫ জন পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের মধ্যে ডিএমপি’তে কর্মরত ২২ জন পুলিশ সদস্য বিপিএম ও পিপিএম পদক পেয়ে সম্মানিত হয়েছেন। পদক প্রাপ্তরা হলেন-
বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম)-সাহসিকতা: ২ জন
ডিএমপি’র গোয়েন্দা-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শাহিদুর রহমান পিপিএম ও কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ ইমরান হোসেন পিপিএম।
বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম)-সেবা: ৪ জন
ডিএমপি’র সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার আ, ফ, ম আল কিবরিয়া পিপিএম-সেবা, গোয়েন্দা-উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান, তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আবু নোমান পিপিএম-সেবা।
রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)- সাহসিকতা: ৭ জন
ডিএমপি’র উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সালাহউদ্দিন, রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ, গোয়েন্দা-গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব, তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ মাহমুদ খান, পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দীন মিয়া ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিমের কনস্টেবল জয়নন্দ বড়ুয়া।
রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা: ৯ জন
ডিএমপি’র গোয়েন্দা-দক্ষিণ ও অ্যাডমিনের যুগ্ম-পুলিশ কমিশনার সঞ্জিত কুমার রায় বিপিএম, ডিবি-রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবীর, সচিবালয় নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজীব দাস, ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর)-এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম পিপিএম, একই বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ নাজমুল হক, ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির, এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, তেজগাঁও থানার অফিসার ইনচার্জ অপূর্ব হাসান ও ডিএমপি থেকে প্রেষণে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত এএসআই (নিরস্ত্র)মোঃ শফিক উদ্দিন।
ফটো ক্রেডিট: আবেদ মিয়া, ডিএমপি-মিডিয়া।