ডিএমপি নিউজঃ আজ ১৩ ফেব্রুয়ারি পালিত হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৪তম প্রতিষ্ঠাদিবস। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও জমকালো র্যালির মধ্য দিয়ে শুরু হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৪তম প্রতিষ্ঠাদিবসের কর্মসূচী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল ইউনিটে কেক কাটার মধ্য দিয়ে ডিএমপি’র ৪৪তম প্রতিষ্ঠাদিবস উদযাপনের অনুষ্ঠানমালা শুরু হয়। আজ বিকাল ৩টায় বেলুন উড়িয়ে র্যালির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) ।
প্রতিষ্ঠা দিবসের র্যালি উদ্বোধনকালে আইজিপি বলেন, বর্ণিল সাজে সজ্জ্বিত হয়েছে ডিএমপি প্রতিষ্ঠা দিবসের র্যালি। ভ্রাতৃত্ববোধ ও ঐক্যবোধের মাধ্যমে এই র্যালিকে সুসজ্জ্বিত করা হয়েছে। ডিএমপি বাংলাদেশ পুলিশের আয়না। বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি’র ৪৪ তম প্রতিষ্ঠা দিবসে এই ইউনিটের সকল সদস্যকে জানায় আন্তরিক শুভেচ্ছা। সেই সাথে প্রতিষ্ঠা দিবসের র্যালীর শুভ উদ্বোধন ঘোষণা করেন আইজিপি।
ডিএমপি’র প্রতিষ্ঠা বার্ষিকিতে উপস্থিত হওয়ায় আইজিপিকে ধন্যবাদ জানিয়ে কমিশনার বলেন, সন্ত্রাস দমন ও মাদক নির্মূলে ডিএমপি সদা তৎপর। সকল প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে দায়িত্ব পালন করছে টিম ডিএমপি’র সদস্যরা। বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে তৈরি হয়েছে মেলবন্ধন। অতীতের যেকোন সময়ের থেকে বর্তমানে ঢাকা মহানগর এলাকার অপরাধের সংখ্যা অনেকাংশে কম। জনগণের সাথে পুলিশের সম্পর্কের উন্নয়ন হয়েছে।
বক্তব্যের পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে রাজারবাগ পুলিশ লাইন্স এ গিয়ে শেষ হয়।
র্যালিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সকল স্তরের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়াও যুক্ত ছিল ডিএমপি’র সুসজ্জিত ব্যান্ড দল, ডিএমপি ডগ স্কোয়াড, সোয়াট, বোম্ব ডিসপোসাল ইউনিটসহ অন্যান্য ইউনিটের সদস্যরা। র্যালি শেষে রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজন করা হয় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান ।