ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি এর সঙ্গে বৈঠক করেছেন ব্যাটারিচালিত রিকশাচালক, মালিক, গ্যারেজ মালিক ও রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের একটি প্রতিনিধিদল।
আজ সোমবার (২৫ নভেম্বর ২০২৪) ডিএমপি হেডকোয়ার্টার্সে সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সম্প্রতি ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের রায় স্থগিত করার দাবিতে গত কয়েকদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করছেন চালকরা। এরই পরিপ্রেক্ষিতে নগরীর রাস্তায় শৃ্ঙ্খলা ফেরাতে ও তাদের দাবি-দাওয়া শুনতে রিকশাচালক ও মালিকদের একটি প্রতিনিধি দলকে আলোচনার জন্য আহ্বান করা হয়।
বৈঠকে উপস্থিত ব্যাটারিচালিত রিকশাচালক, মালিক, গ্যারেজ মালিক ও রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সদস্যদেরকে ধৈর্য্যধারণ করে আজকের চেম্বার বিচারপতির আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান।
বৈঠকে রিকশা-ভ্যানে চাঁদাবাজি প্রসঙ্গে ইউনিয়নের নেতারা অভিযোগ করলে ডিএমপি কমিশনার বলেন, আমি চাঁদাবাজির বিপক্ষে, চাঁদাবাজি বন্ধ হতেই হবে। চাঁদাবাজির ঘটনায় যদি আমার বাহিনীর কেউ জড়িত থাকে, তবে সেটা আমার নজরে আনেন। আমি কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।
বৈঠকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোঃ ইসরাইল হাওলাদার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান পিপিএম (বার) সহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ ও ঢাকার বিভিন্ন থানার ব্যাটারিচালিত রিকশাচালক, মালিক, গ্যারেজ মালিক ও রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।