ডিএমপি নিউজঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষা গ্রহণ ও শিক্ষা সহায়তা হিসেবে ডিএমপি’র শিক্ষাবৃত্তি তহবিলে ৫০ লক্ষ টাকা অনুদান দিয়েছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটিড (ডিবিবিএল) কর্তৃপক্ষ।
আজ (৩০ সেপ্টেম্বর’১৮) বেলা ১১টায় ডিএমপি সদর দপ্তরে ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম এর নিকট ৫০ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন ডাচ-বাংলা ব্যাংক লিমিটিড এর ম্যানেজিং ডিরেক্টর আবুল কাসেম মোঃ শিরিন।
ডিবিবিএল এর এই আর্থিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে কমিশনার বলেন, শিক্ষা সমাজের একটি বড় অংশ। ডিএমপি’র অধিকাংশ সদস্যের সন্তানেরা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করছে। কেউ কেউ আবার উচ্চ শিক্ষা নিচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে। তাদের সীমিত বেতন দিয়ে পরিবারের খরচ চালিয়ে সন্তানদের লেখাপড়ার খরচ যোগানো অনেক কঠিন হয়ে পড়ে। আমরা চাই না টাকার অভাবে আমাদের কোন সন্তান লেখাপড়া করা থেকে বাদ যাক। সে কথা ভেবে আমরা ডিএমপিতে শিক্ষাবৃত্তি চালু করেছি। প্রথমে আমাদের নিজস্ব ফান্ড থেকে এই তহবিল গঠন করা হলেও এখন এখানে সামাজিকভাবে দায়বদ্ধ থেকে অনেক ব্যক্তি প্রতিষ্ঠান সহযোগিতা করছেন। সেই জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
তিনি আরো বলেন, এই শিক্ষাবৃত্তি আমাদের পুলিশ সদস্যদের সন্তানদের লেখাপড়ার সহায়তা করছে। ডাচ-বাংলা ব্যাংক লিমিটিড এর এই সহযোগিতার জন্য পরিচালনা পর্ষদকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান কমিশনার।
ডিবিবিএল এর এমডি বলেন, সমাজের কল্যাণে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড সব সময় কল্যাণমূলক কাজ করে থাকে। কল্যাণমূলক কাজের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য আমাদের সবার উপরে অবস্থান করছে। ডিএমপি’র শিক্ষাবৃত্তিতে টাকা অনুদান দিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় ডিএমপি’র ও ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।