ডিএমপি নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ডিএমসিএইচ), ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও পাবলিক লাইব্রেরি দ্রুত আধুনিকায়ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি ভার্চুয়াল প্রেজেন্টেশন প্রত্যক্ষকালে এ কথা বলেন।
ডিএমসিএইচ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, সরকার এটাকে আধুনিক ও সুন্দরভাবে পুনর্নির্মাণ করতে চায়। যেহেতু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই হাসপাতালে চিকিৎসা নিতে আসে, তাই এতে ৫ হাজার রোগীকে স্বাস্থ্যসেবা দেয়ার ব্যবস্থা থাকবে। এ ব্যাপারে একটি পরিকল্পনা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এখন আমরা যত দ্রুত সময়ের মধ্যে এটি সম্পন্ন করা যায়, সে ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি।
টিএসসি’র ব্যাপারে শেখ হাসিনা বলেন, তিনি ভবনটিকে আধুনিক ভবন হিসেবে দেখতে চান। সে লক্ষে তিনি ইতোমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভবনটি নকসা প্রস্তুত করতে করতে নির্দেশ দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্ববিদ্যালয়। যেহেতু এটি ছাত্র ও শিক্ষকদের কেন্দ্র, তাই আমরা টিএসসি ভবনকে আধুনিক পদ্ধতিতে নতুন করে গড়তে চাই।
পাবলিক লাইব্রেরি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, সরকার ডিজিটালাইজেশনের পাশাপাশি আধুনিক মিলনায়তন ও একটি সাইবার ক্যাফে অন্তর্ভূক্ত করে এটি নির্মাণ করতে চায়।‘আমরা চাই গণপাঠাগারটি ডিজিটাল পদ্ধতির একটি আধুনিক ভবন হোক। পাশাপাশি, এতে একটি সুন্দর সাইবার ক্যাফেও থাকবে। বিদ্যমান ভবনটি বহু পুরনো এবং এর মিলনায়তনটির অবস্থাও খুব খারাপ।
জাতীয় জাদুঘর সম্পর্কে শেখ হাসিনা বলেন, সরকার জাতীয় জাদুঘরকে নান্দনিকভাবে গড়ে তুলতে এবং কাঠামোকে অক্ষুন্ন রেখে এর পুকুরটিকে যথাযথভাবে সংরক্ষণ করতে চায়। সূত্রঃবাসস