আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। আজ শেয়ারটির দর ৯ টাকা ১০ পয়সা বা ৯.০২ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১১০ টাকা দরে লেনদেন হয়। তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১০ হাজার ৮৫২ বারে ৮২ লাখ ৯৩ হাজার ৫৯৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮৭ কোটি ৯৯ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেএমআই হসপিটাল লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা ৭.৫৯ পয়সা বা ৭.৫৯ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৮৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ৩ টাকা ৩০ পয়সা বা ৭.১৭ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইটি কনসালটেন্টস, আমরা নেটওয়ার্কস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এডিএন টেলিকম, মুন্নু সিরামিকস ও জেমিনি সী ফুড লিমিটেড।তথ্যসূত্র:অর্থসূচক