দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও প্রধান মূল্যসূচক কমেছে। তবে এদিন লেনদেন বেড়েছে।
ডিএসই বাজার বিশ্লেষণে দেখা যায়,সোমবার ৩৩৩ টি কোম্পানির ১২ কোটি ৫৬ লাখ ৬২ হাজার ৫০১ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।মোট লেনদেনের পরিমাণ ৪৯১ কোটি ২৪ লাখ ৫৫ হাজার ৩৪৫ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ৭.৭৮ পয়েন্ট কমে ৬১৯৬.৬৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩.৯৫ পয়েন্ট কমে ২২৪৬.২৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৬৭ পয়েন্ট কমে ১৩৭৫.৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়ায কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৬ টির, কমেছে ১৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো : গ্রামীনফোন, ডরিন পাওয়ার, বারাকা পাওয়ার, ডেল্টা ব্র্যাক হাউজিং, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, লিগ্যাসি ফুটওয়্যার, সিটি ব্যাংক ও ইসলামি ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : আইসিবি সেকেন্ড এনআরবি মি. ফা., ডরিন পাওয়ার, মালেক স্পিনিং, ওয়াইমেক্স ইলেক্ট্রোড, প্রাইম টেক্স, শাহজালাল ব্যাংক, ফাইন ফুড, ডেল্টা ব্র্যাক হাউজিং, ইস্টার্ন ইন্সুরেন্স ও পূবালী ব্যাংক।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : শ্যামপুর সুগার, জিলবাংলা সুগার, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, ইস্টার্ন ক্যাবলস, উসমানিয়া গ্লাস, ফ্যামিলী টেক্স, পিটিএল, আরামিট সিমেন্ট, সিএপিএম বিডিবিএল ও রংপুর ফাউন্ডি।