বাংলাদেশ এবং শ্রীলঙ্কা উভয় দেশ তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণসহ এক ডজনেরও বেশি ক্ষেত্রে এক সঙ্গে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছে।
আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাইথ্র্রিপালা সিরিসেনার উপস্থিতিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে এ ব্যাপারে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং শ্রীলঙ্কার পক্ষে অর্থ ও গণমাধ্যম উপ-মন্ত্রী লাসান্থা আলাগিওয়ানা ।
সমঝোতা স্মারক অনুযায়ী দু’দেশ তথ্যপ্রযুক্তি ভিত্তিক বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে ডিজিটাল অর্থনীতি, আইটি/আইটিইএস শিল্প, জাতীয় পলিসি, বিধি, প্রোগ্রাম, প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক কাঠামো, সাইবার সিকিউরিটি, ডিজিটাল স্বাস্থ্য, ডিজিটাল শিক্ষা, স্মার্ট সিটি, ই-কমার্স সম্প্রসারণে এক সঙ্গে কাজ করবে।
সমঝোতা স্মারকে বলা হয়, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা পারস্পারিক স্বার্থে হাইটেক পার্ক, অর্থনৈতিক অঞ্চলসহ এ সংশ্লিষ্ট বিভিন্ন খাতে বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে কাজ করবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ২০২১ সালের মধ্যে আইসিটি রপ্তানী ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে সরকার দেশের আইসিটি খাতের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে সম্পাদিত আজকের এই সমঝোতা স্মারক আমাদের ডিজিটাল অর্থনীতি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। কারণ, দু’দেশেরই অভিন্ন লক্ষ্য ডিজিটাল অর্থনীতি গড়ে তোলা এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ।
তিনি বলেন, বাংলাদেশ দ্রুতই আইসিটির পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। আইসিটি অবকাঠামো গড়ে উঠায় বিশেষ করে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের নির্মাণ কাজ সম্পন্ন এবং কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলায় সেখানে সমঝোতা স্মারকের আলোকেই শ্রীলঙ্কার বিনিয়োগ আকৃষ্ট করার প্রচেষ্টা চালানো হবে।
পলক বলেন, আমরা দু’দেশই উইন-উইন ভিত্তিতে আইসিটি শিল্পের বিকাশ এবং এ খাতে বিনিয়োগ বৃদ্ধিতে একযোগে কাজ করব।