ডিএমপি নিউজ: আগামী ১০ থেকে ১৬ অক্টোবর ২০২২ পর্যন্ত বাংলাদেশ বোর্ড অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেডিসিন–এর বার্ষিক কোয়ালিফাইং ডিইউএমএস (ডিপ্লোমা ইন ইউনানী মেডিসিন এন্ড সার্জারী) এবং ডিএএমএস (ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক মেডিসিন এন্ড সার্জারী) পরীক্ষা ঢাকা মহানগরীর “সরকারি মাদ্রাসা-ই-আলিয়া”,বকশি বাজার অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ শনিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
নিষেধাজ্ঞায় পরীক্ষা কেন্দ্রর ২শ’ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এ আদেশ আগামী (১০ অক্টোবর) হতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।