ডিএমপি নিউজঃ ভাটারার মাদানী এ্যাভিনিউ খ্রিস্টান প্রজেক্ট এলাকায় ডিবি’র সাথে গুলি বিনিময়ে একজন নিহত হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম মোঃ শরীফ উদ্দিন ওরফে বুদ্দিন।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানানো হয়, ১০ জুন ২০১৮ ভাটারার মাদানী এ্যাভিনিউ খ্রিস্টান প্রজেক্ট এলাকায় অভিযানে যায় ডিবি’র উত্তর বিভাগের একটি দল। রাত অনুমান ২:২০ টায় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন অস্ত্রধারী পুলিশকে লক্ষ্য করে এলোপাথারি গুলিবর্ষণ করতে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি করে। এক পর্যায়ে সেখান থেকে কয়েকজন সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজন ব্যক্তিকে উদ্ধার করে। থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পরবর্তী সময়ে মুন্সি ওভারসীজ এর স্টাফদের বক্তব্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ বিশ্লেষন করে পুলিশ জানতে পারে নিহত ওই ব্যক্তির নাম শরীফ উদ্দিন ওরফে বুদ্দিন। আর এই শরীফ উদ্দিন ছিল গত নভেম্বরে বনানীর চাঞ্চল্যকর সিদ্দিক মুন্সি হত্যাকান্ডের মূল অভিযুক্ত ও পরিকল্পানাকারী। তাকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছিল।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে।