ডিএমপি নিউজ: ঢাকা মহানগরীতে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
১২ মার্চ পল্টনের মহানগর নাট্যমঞ্চের উত্তর পাশের ১নং প্রবেশ গেটের সামনে রাস্তার উপর ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করার সময় ৩ জনকে গ্রেফতার করে ডিবি (দক্ষিণ) বিভাগের কোতয়ালী জোনাল টিম। গ্রেফতারকৃতদের নাম, মোঃ কবির হোসেন (৩২), সবুজ বারই ওরফে সবুজ সরকার (৩২) ও আব্বাস উদ্দিন (২৫)।
১৪ মার্চ ভাটারার বসুন্ধরার আবাসিক এলাকার এ্যাপোলো হাসপাতালের কাছে অপর একটি ছিনতাইকারী দল ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করার সময় ডিবি’র একই টিম কর্তৃক আরো ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নাম, মোঃ সাঈদ (৩৯), সিরাজ (৪২), স্বপন (৩৫) ও এরশাদ (৩০)।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৩টি ডিবি’র জ্যাকেট, ২ জোড়া হ্যান্ডকাপ, ২টি চাকু উদ্ধার করা হয়। সেই সাথে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার ও ১টি নোহা মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, উপরোক্ত ছিনতাইকারীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে পল্টন ও ভাটারা থানায় দুটি পৃথক মামলা রুজু হয়েছে।