সূত্রাপুর থানার লালকুঠি শ্যামবাজার ৫/৬ সিটি করপোরেশন মার্কেট নিউ মহানগর আড়ৎ এর সামনে হতে ডিবি পুলিশ পরিচয়ে দশ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- রুবেল (৩০), মোঃ জুয়েল আহম্মেদ (৪৭) ও হান্নান ওরফে হান্নু (৩৫)। পুলিশ এ সময় তাদের হেফাজত হতে লুন্ঠন হওয়া পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করে।
সূত্রাপুর থানা সূত্রে জানানো হয়, গত ১১ ডিসেম্বর ২০১৮ মামলার বাদী জমি বিক্রির ১০ লক্ষ টাকা নিয়ে সূত্রাপুরের লালকুঠির বোরাক লঞ্চে ওঠে। ওইদিন বেলা অনুমান ০৩.২০ টায় সূত্রাপুর থানার লালকুঠি শ্যামবাজার ৫/৬ সিটি করপোরেশন মার্কেট নিউ মহানগর আড়ৎ এর সামনে হতে ডিবি পুলিশ পরিচয়ে দশ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। সেই ঘটনায় ওইদিন সূত্রাপুর থানায় একটি দস্যূতার মামলা রুজু হয়।
থানা পুলিশ মামলাটির তদন্তকালে আশপাশের ১৬ টি সিসি টিভির ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে আসামীদের সনাক্ত পূর্বক ছবি সংগ্রহ করে। পরবর্তী সময়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ২৮/০১/২০১৯ তারিখ রুবেল (৩০) কে এবং ২৯/০১/২০১৯ তারিখ মোঃ জুয়েল আহম্মেদ (৪৭) ও হান্নান ওরফে হান্নু (৩৫) কে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করে। গ্রেফতারকৃত জুয়েল ও হান্নান বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে। বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে।
গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যমতে মামলার অপরাপর আসামীদের গ্রেফতার ও বাদীর লুণ্ঠিত অবশিষ্ট টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে থানা পুলিশ।