গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি.আর্ক প্রোগ্রামের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.duet.ac.bd) প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থী ও অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। ডুয়েটের পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার জিয়াউল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এছাড়া যেসব প্রার্থী মুক্তিযোদ্ধা, উপজাতি/আদিবাসী কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন, তাদের আগামী ৪ জুন অফিস চলাকালে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইজ্ঞিনিয়ারিং বিভাগের ৩৩২নং কক্ষে সিস্টেম অ্যানালিস্ট মোহা. সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার জন্য করার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, গত ২১ মে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি.আর্ক প্রোগ্রামের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ৮টি বিভাগে ৬৫৪টি আসনের বিপরীতে প্রায় সাড়ে ৯ হাজার যোগ্য প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।