ডিএমপি নিউজঃ বহুল প্রচলিত ডেইলি সানের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) পরিবার।
আজ সোমবার (২৪ অক্টোবর) বিকালে ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম(বার) এর পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক হোসেন। এসময় অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বারো বছর আগে এই দিনে ইতিবাচক ও গণমুখী সাংবাদিকতার নীতি অনুসরণ এবং দেশ ও বহির্বিশ্বে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে পাঠকদের নিরপেক্ষ তথ্য প্রদানের অঙ্গীকার নিয়ে এই পত্রিকাটি যাত্রা শুরু করে।
আর এই কবছরে ডেইলি সান তার সুস্থ সাংবাদিকতা সাধনার মাধ্যমে সকল শ্রেণীর পাঠকদের আস্থা অর্জন করে বিশিষ্ট জাতীয় দৈনিকের মধ্যে একটি অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছে।