ডিএমপি নিউজ: ট্রাফিক উত্তর বিভাগের প্রতিটি জোনে “ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা কর্মসূচি”এর আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক উত্তর বিভাগ ।
আজ ২৯ জুলাই ২০১৯ সোমবার ট্রাফিক উত্তরের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায়, পিপিএম-বার উপস্থিত থেকে এই কর্মসূচি পরিচালনা করেন।
ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) এর কার্য্যলয়সহ প্রতিটি ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ের চারপাশ পরিষ্কার করা হয়।
এ সময় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) মহোদয় বলেন, বর্তমানে ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ঢাকার দুই সিটি কর্পোরেশনের পাশাপাশি আমরা সবাই যদি নিজ নিজ অফিস, বাসার চারপাশ ও বাগান সহ ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং ফুলের টব, ডাবের খোসাসহ আশেপাশে পানি জমতে না দিই তবে এডিস মশার বংশ বিস্তার রোধ করা সম্ভব হবে এবং ডেঙ্গু রোগের প্রকোপ কমে আসবে। এই দৃষ্টিকোন থেকেই ট্রাফিক উত্তর বিভাগের এই উদ্যোগ। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।