ডিএমপি নিউজঃ রাজধানীর ডেমরা থানা এলাকা হতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সংগঠনের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ আশরাফ আলী (২১) ও মোঃ খালিদ বিন নাসির ওরফে তানজিম (২৪)।
০৩ আগস্ট’১৭ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডেমরা থানার শান্তিবাগ বায়তুল আকসা জামে মসজিদের পিছনে বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ।
ডেমরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম ডিএমপি নিউজকে জানান, গ্রেফতারকৃতরা ইসলামী ছাত্র শিবির সংগঠনের সক্রিয় সদস্য এবং তারা সদস্য সংগ্রহ করছিল।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।