ডিএমপি নিউজঃ রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে জাল টাকা তৈরির একটি কারখানার সন্ধানসহ বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ডেমরা থানা পুলিশ।
এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপির ডেমরা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ ইমরান হোসেন, মোঃ মিলন হোসাইন, মোঃ ইলিয়াস মিয়া, সবুজ আহম্মেদ, মোঃ সাইফুল ইসলাম ও মোঃ আলিফ।
বৃহস্পতিবার (১৭ মার্চ ২০২২) বেলা ০৩:৫০ টায় ডেমরার সারুলিয়া টেংরাস্থ একটি বাসায় অভিযান চালিয়ে ১ লক্ষ ২০ হাজার মূল্যমানের তৈরিকৃত জাল টাকা ও বিপুল পরিমাণ জালটাকা তৈরির সরঞ্জামসহ তাদের গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া ডেমরা থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন ডিএমপি নিউজকে জানান, থানা এলাকায় নিয়মিত ডিউটিতে থাকা এসআই রেজাউল হাসান সংবাদ পান, সারুলিয়া টেংরাস্থ তিন তলা একটি বাড়ির নিচ তলায় কতিপয় ব্যক্তি জালটাকা তৈরি করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযানে যাওয়া হয়।
অফিসার ইনচার্জ আরো বলেন, সারুলিয়া ওই বাসার কাছে গেলে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কিছু লোক পালানোর চেষ্টা করলে ৬ জনকে গ্রেফতার করা হয়। ওই বাসার নিচ তলার একটি কক্ষ থেকে উদ্ধার করা হয় ৫০ টাকা মূল্যমানের তৈরিকৃত ১ লক্ষ ২০ হাজার জাল টাকা, একটি ল্যাপটপ, কালার প্রিন্টার, বিপুল পরিমাণে আঠা ও আইকা, বিভিন্ন ধরনের রং, জাল টাকা তৈরির জন্য A 4 সাইজের প্রচুর কাগজ, নিরাপত্তা সুতার বান্ডেল ইত্যাদি যা দিয়ে বিপুল পরিমাণ জাল টাকা তৈরি করা সম্ভব।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা জানান।