ডিএমপি নিউজঃ রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পূর্ব বিভাগ। গ্রেফতারকৃতরা হলো–মোঃ শাহজাহান (৫০), মোঃ হাবিব (৪০), মোঃ ফারুক (৩০), মোঃ কবির (৩৮), মোঃ বাহাদুর (৪০), মোঃ আলাউদ্দিন (৩৩) ও মোঃ আলমগীর (৪২)।
২৯ আগস্ট, ২০১৮ রাত ৯.০০ টায় ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার বাস স্ট্যান্ডের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা পূর্ব বিভাগের ডেমরা জোনাল টিম।
এ সময় তাদের নিকট হতে ৩ টি চাপাতি ও ৪ টি স্টিলের ছোরা উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সকলেই পেশাদার অপরাধী।
এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা রুজু হয়েছে।