রাজধানীর ডেমরায় হত্যার পর বিকাশের এজেন্টের নিকট হতে ৭২ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল হোতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা পূর্ব বিভাগের ডেমরা জোনাল টিম। এ সময় পুলিশ হত্যা ও ছিনতাইয়েরকাজে ব্যবহৃত মোটরসাইকেল ও অস্ত্র-গুলি উদ্ধার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ আব্দুল জব্বার মিয়া, মোঃ সফিউল্লাহ বাপ্পি, বাবুল মিয়া, মোঃ কামরুল হাসান, মোঃ কাউসার ও মোঃ জামাল। দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন সময়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানানো হয়, গ্রেফতারের সময় আব্দুল জব্বার মিয়া’র হেফাজত হতে হত্যার কাজে ব্যবহৃত ১টি পিস্তল ও ১ রাউন্ড গুলি এবং অন্যান্য আসামীদের হেফাজত হতে ঘটনায় ব্যবহৃত মোটর সাইকেল ও ছিনতাইকৃত ১৩০০০ টাকা উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, ১০ জুন ২০১৮ বিকাশের এজেন্ট রাশেদ হোসেন টাকা সংগ্রহ করে যাওয়ার পথে দুপুর পৌনে বারটায় ডেমরার পূর্ব বক্সনগরের এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা দুই জন ব্যক্তি মোটর সাইকেলে এসে তার পথরোধ করে। পরবর্তী সময়ে তাকে গুলি করে হত্যার পর তার কাছে থাকা ৭২ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
উক্ত ঘটনার রহস্য উদঘাটনের পর আজ ডিএমপি’র মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আবদুল বাতেন পিপিএম বলেন, ডিবি সারুলিয়া ও কিশোরগঞ্জ জেলার হোসেনপুর এলাকা হতে আসামী মোঃ সফিউল্লাহ বাপ্পি, বাবুল মিয়া, মোঃ কামরুল হাসান ও মোঃ কাউসার’কে গ্রেফতার করা হয়। তারা উক্ত ঘটনায় জড়িত থাকার বিষয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি প্রদান করে।
তিনি আরও জানান, পরবর্তী সময়ে তাদের দেওয়া তথ্য মতে উক্ত ঘটনার মূল হোতা মোঃ আব্দুল জব্বার মিয়া’কে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা এলাকা হতে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি ও তথ্য মতে হত্যা কাজে ব্যবহৃত পিস্তল উদ্ধার ও তার অপর সহযোগী আসামী মোঃ জামাল’কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।