ডিএমপি নিউজঃ রাজধানীর ডেমরা চৌরাস্তা থেকে ৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ জিসান ভূইয়া ও মোঃ তরিকুল ইসলাম জিহাদ। এসময় তাদের হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩০ মার্চ ২০২৩ খ্রি.) বিকাল ৫:২৫টায় ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডেমরা থানার অফিসার ইনচার্জ মো: শফিকুর রহমান পিপিএম ডিএমপি নিউজকে বলেন, ডেমরা চৌরাস্তার পশ্চিম দিকে কতিপয় লোক গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডেমরা থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে জিসান ও তরিকুলকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় একটি মামলা রুজু হয়েছে।