ঢাকা এসে পৌঁছেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
আজ সোমবার (৩ জুলাই) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
এর আগে আমস্টারডাম থেকে স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে প্লেনে উঠেন মার্টিনেজ। তিনি বাংলাদেশে থাকবেন ১১ ঘণ্টার মতো। তিনি ঢাকার তথ্য-প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চারস ও তাদের অঙ্গ প্রতিষ্ঠান ফান্ডেড নেক্সটের অফিসের ঘরোয়া আয়োজনে থাকবেন। দুপুরে দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। বিকেলেই তিনি কলকাতায় উড়ে যাবেন।
গত ২৬ জুন মার্টিনেজ তাঁর ঢাকায় আসার বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে জানান। সূত্র: কালেরকন্ঠ