থাই এয়ারওয়েজের একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় চাকা ফেটে দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরে প্লেন ওঠা-নামা সাময়িকভাবে বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৪ জুলাই) দুপুর ১২টা ২০মিনিটে এ দুর্ঘটনা ঘটে। তবে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে এবং এর যাত্রী ও ক্রুরা অক্ষত আছেন।
বিমানবন্দর সূত্র বলছে, ঢাকায় অবতরণের সময় থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটটি ব্যাপক ঝাঁকুনি দেয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে বেশ কয়েকবার অবতরণের চেষ্টা করেও ব্যর্থ হয় ফ্লাইটটি। পরে শেষবার অবতরণের সময় প্লেনটির সবগুলো চাকাই ফেটে যায়। তবে ফ্লাইটের যাত্রী কিংবা পাইলট এবং ক্রুরা নিরাপদে রয়েছেন।
বিমানবন্দরে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিনিয়র সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, অবতরণের সময় প্লেনটির চাকাগুলো ফেটে চৌচির হয়ে আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এগুলো পরিষ্কারের কাজ চলছে। দুর্ঘটনায় পড়ার পরপরই বিমানবন্দরের রানওয়ে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর দ্রুত যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়। দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটি সরিয়ে নেওয়ার পর রানওয়ে খুলে দেওয়া হবে এবং প্লেন ওঠা-নামা স্বাভাবিক হবে।
এদিকে ব্যাংকক থেকে ঢাকায় আসা ফ্লাইটটির এক যাত্রী বলেন, ফ্লাইটটির ১২টা ১০ মিনিটে ঢাকায় অবতরণের কথা। কিন্তু তিনবার রানওয়ে স্পর্শ করেও ফ্লাইটটি আবার আকাশে ওড়ে। এ সময় অস্বাভাবিক ঝাঁকুনিতে যাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে পড়েন।
দূর্ঘটনা কবলিত থাই এয়ারের বিমানের ভিডিও দেখুন এখানে…