ট্যাক্সি সার্ভিসের মধ্য দিয়ে উবারের পদার্পণ ঘটে বাংলাদেশে। অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পায় স্মার্টফোনের অ্যাপসভিত্তিক এই কার সেবা। এবার উবার ঢাকায় চালু করতে যাচ্ছে উবার শপ। উবার শপে থাকবে ৫০ হাজারের বেশি লাইফস্টাইল পণ্য।
রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার ‘তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে বাংলাদেশ: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনায় এমন সম্ভাবনার কথা জানান উবার ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার হেড অব পাবলিক পলিসি শ্বেতা রাজপাল। তবে উবার শপ হবে না, মার্ট হবে সে বিষয়ে এখনো স্পষ্ট জানা যায়নি।
শ্বেতা রাজপাল বলেন, ‘চলতি বছরের নভেম্বর থেকে উবার শপগুলো চালু হবে। উবার শপে থাকবে ৫০ হাজারের বেশি লাইফ স্টাইল পণ্য ও সেবা। অ্যাপসের মাধ্যমে বা সরাসরি শপগুলোতে এসব পণ্য ও সেবা গ্রহণ করা যাবে।’
তিনি বলেন, ‘লাইফস্টাইলের বিভিন্ন পণ্য নিয়ে উবার শপ বা উবার মার্ট সাজানো হবে। বাংলাদেশের রাজধানী ঢাকাকে নিয়ে আমাদের বিস্তর পরিকল্পনা আছে। ভালো সেবা দিয়ে জনগণের কাছে যেতে চাই।’