জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন। শুক্রবার রাতে ঢাকায় পৌঁছান তিনি।
তিনি রাজধানীর আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা করবেন। শনিবার বিকেলে এ অনুষ্ঠান হবে। চলতি বছরে বাংলাদেশে এটা তার দ্বিতীয় সফর। খবর ইউএনবির।
বান কি মুন শনিবার সকাল ১১টায় রাজধানীর হোটেল র্যাডিসন ব্লুতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।