ডিএমপি নিউজ: ১ম দিনেই ২টি নতুন জাতীয় রেকর্ডের মধ্য দিয়ে ৪৭তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু হয়েছে আজ। এবারও দ্রুততম মানব ইমরানুর রহমান ও ১৫তম বার দ্রুততম মানবী হয়েছেন শিরিন আক্তার।
শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ এবং ডিএমপি কমিশনার ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, সহ-সভাপতি, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।
৪৭তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার প্রথম দিনেই ১০০মিটার (পুরুষ) দ্রুততম মানব বাংলাদেশ সেনাবাহিনীর ইমরানুর রহমান সময় নিয়েছেন ১০.৩৬সে, (ই)। টানা ১৫ বার দ্রুততম মানবীর খেতাব ধরে রাখলেন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার এবার সময় নিয়েছেন ১২.১১ সে. (ই)।
দুইদিন ব্যাপি এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা ২টি গ্রুপে ৪০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে পুরুষদের ২২টি ইভেন্ট ও মহিলাদের ১৮টি ইভেন্ট। প্রতিযোগিতার রানিং ইভেন্টের ফলাফল ও টাইমিং ইলেকট্রনিক্স ফটোফিনিশিং মেশিন এর মাধ্যমে ধারণ করা হচ্ছে।
দেশের সর্ববৃহৎ ও বর্ণাঢ্য এই ক্রীড়ানুষ্ঠানে ৬৩টি সংস্থার ৫২৯জন এ্যাথলেট অংশগ্রহণ করছেন। যার মধ্যে ছেলে অ্যাথলেট ৩৮২জন, মহিলা অ্যাথলেট ১৪৬জন এদের মধ্যে ৯০জন ম্যানেজার/কোচ। প্রতিযোগিতা পরিচালনার জন্য দেশিয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ১৫০জন টেকনিক্যাল অফিসিয়াল অংশগ্রহণ করছেন। ৪৭তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ শনিবার সন্ধ্যায় সমাপ্তি হবে।