রাজধানী ঢাকায় ৫টি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৪ মে, ২০১৭ তারিখ ১৩.০০ টা হতে ১৬.১০ টা পর্যন্ত আমর্ড পুলিশ ব্যাটালিয়ান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে এক ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে মধ্য বাড্ডার বিসমিল্লাহ সুইটসকে মেয়াদোত্তীর্ণ খাবার রাখার দায়ে ৮,০০০ টাকা, আরমান ডেইরী ফার্ম মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ৫,০০০ টাকা , বসুন্ধরার রাজ বিলাস হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা ও বাঁশি খাবার বিক্রির অপরাধে ১৫,০০০ টাকা, লন্ডন পার্ক রেস্টুরেন্টকে পঁচা ও বাঁশি খাবার থাকার অপরাধে ২০,০০০ টাকা ও নিউ ঘরোয়া হোটেলকে পণ্যের মূল্য তালিকা না রাখার অপরাধে ৫,০০০ টাকা জরিমানা করা হয় ।