রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ‘সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৯’ আজ ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। নয় দিনব্যাপী উৎসব চলবে ১৮ই জানুয়ারি পর্যন্ত। উৎসবে ৭২টি দেশের ২১৮টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। উল্লেখযোগ্য দেশগুলো হলো- আফগানিস্তান, আর্জেন্টিনা, লেবানন, ভারত, আরব-আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া ও স্বাগতিক বাংলাদেশ। গতকাল দুপুর ১২টায় এ উপলক্ষে রাজধানীর ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল, গণমাধ্যম ব্যক্তিত্ব ম. হামিদ ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ২৭ বছর ধরে রেইনবো চলচ্চিত্র সংসদ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারের উৎসবের মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’।
উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, এবারের আসরে বিচারক হিসেবে বিদেশি চলচ্চিত্রকারদের সঙ্গে থাকছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও নির্মাতা রুবাইয়াত হোসেন। আজ বিকাল সাড়ে ৪টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। এবার রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগার, শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল ও প্রধান মিলনায়তন, শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন, অঁলিয়স ফ্রঁসেজ মিলনায়তন ও যমুনা ব্লকবাস্টার সিনেমায় উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।