চলমান এইচ এস সি পরীক্ষা ২০১৯-এর ঢাকা ও যশোর বোর্ডের ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্রের পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।
ঢাকা বোর্ডের অধীন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রের এবং যশোর বোর্ডের খুলনা জেলার পাইকগাছা উপজেলাধীন কপিলমুনি- ২১৭ কেন্দ্রের ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্রের (বিষয় কোড ২৯৩) প্রশ্ন পত্রের প্যাকেট খুলে দেখার কারণে আগামীকাল ২৯ এপ্রিল সকাল ১০টায় অনুষ্ঠিতব্য এই পরীক্ষাটি বাতিল করে পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।
আগামী ৭ মে বিকাল ২টায় এইচ এস সি পরীক্ষার ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্রের পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।