ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে দ্বিতীয় টেস্টের লড়াই। এই ম্যাচে প্রথম একাদশে কারা থাকছেন, তা নিয়ে চলছে জোর আলোচনা। আঙুলে চোট পাওয়া মুশফিকুর রহিম কি শেষ পর্যন্ত একাদশে থাকবেন, নাকি তিনি বাদ পড়বেন। তবে এই ম্যাচের প্রথম একাদশে যে কয়েকটি পরিবর্তন আসতে পারে সেটা নিশ্চিত।
মুশফিক মাঠে নামা অসম্ভব হলে জরুরি প্রয়োজনে ব্যাকআপ হিসেবে মাঠে নামতে পারেন উইকেটরক্ষক এবং ব্যাটসম্যান লিটন দাস। তাই হঠাৎ করেই দলে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি। জাতীয় ক্রিকেট লিগে রান পাওয়া সৌম্য সরকার আগের টেস্টে ভালো করতে না পারলেও ফর্মে থাকার কারণে দ্বিতীয় টেস্টে দলে থাকতে পারেন।
একাদশে সুযোগ পেতে পারেন তরুণ ওপেনার সাদমান ইসলামও। প্রস্তুতি ম্যাচে ইন্ডিজের বিপক্ষে রান পাওয়া এই ব্যাটসম্যানের আগামীকাল মিরপুরে অভিষেক হওয়ার সম্ভাবনা খুবই বেশি। অন্যদিকে হিসেবের মারপ্যাঁচে বাদ পড়তে পারেন মোহাম্মদ মিঠুনও। মুশফিক মাঠে নামার পর আবারও চোট পেয়ে ফিরে গেলে সেক্ষেত্রে উইকেট সামলাতে হবে লিটনকে। তাই ফর্মে না থাকা মোহাম্মদ মিঠুনকে দ্বিতীয় টেস্ট দলে না দেখার সম্ভাবনা রয়েছে। তবে সবকিছুই নির্ভর করছে আগামীকাল সম্পূর্ণ ফিট অবস্থায় মুশফিক মাঠে নামছেন কিনা তার ওপর।
সম্ভাব্য একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।