ডিএমপি নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে আঠারো (১৮) মাস মেয়াদি Professional Masters in Peace, Conflict and Human Rights (PMPCHR) প্রোগ্রামে ২য় ব্যাচে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ পুলিশ সদস্যদের চাহিদার বিষয়টিকে মাথায় রেখে এ প্রোগ্রামটির কারিকুলাম বিশেষভাবে প্রণয়ন করা হয়েছে।
সশস্ত্র বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা, বিদেশী মিশন, এনজিও, উন্নয়ন সেক্টর, সিভিল সার্ভিস, আইন অনুশীলনকারী এবং গবেষণা সংস্থার ব্যক্তিবর্গ যাঁদের নিম্নবর্ণিত যোগ্যতা রয়েছে, তাঁরা এই মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
ভর্তির যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। সব পরীক্ষায় কমপক্ষে ২য় শ্রেণী অথবা ( CGPA 2.50)।
আবেদনের শেষ তারিখ : ২৩ নভেম্বর, ২০২৩
ভর্তি পরীক্ষা : ৮ ডিসেম্বর, ২০২৩
ক্লাস : শুক্র ও শনিবার
যোগাযোগ: সমাজ বিজ্ঞান ভবন, ৯ম-তলা, রুম নাম্বার-১০০২। মোবাইল- ০১৭১৯-২১২২৮১ এবং ০১৬১৩-৪৪৬০০৪, ই-মেইল pmpchr@du.ac.bd
বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন।