ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) শনিবার অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান চারুকলা অনুষদের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, চারুকলা অনুষদের ডিন ও ‘চ’-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক নিসার হোসেন, ভারপ্রাপ্ত প্রোক্টর অধ্যাপক ড. এ এম আমজাদসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের মোট ১১টি কেন্দ্রে অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষায় ১৩৫টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৪৭২জন।