ডিএমপি নিউজঃ ঢাকা মহানগরীতে অত্যন্ত সুশৃংখলভাবে, নিরাপদে এবং উৎসবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আইন শৃংখলা বিঘ্নিত করে এমন কোন ঘটনা ঘটেনি। কেউ কাউকে ভয়ভীতি দেখিয়েছে এমনটিও ঘটেনি। আমরা সতর্ক ছিলাম। অত্যন্ত নিরাপদে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
আজ ৩১ ডিসেম্বর দুপুরে নিজ কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সম্পর্কে সাংবাদিকদের একথা বলেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম।
নির্বাচনী পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কমিশনার বলেন, এখন আমাদের কাছে চ্যালেঞ্জ হল নির্বাচন পরবর্তী সময়ে যাতে কোন সহিংসতা না হয়। আমরা ইতোমধ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। বিশেষ করে আগামী ২ জানুয়ারি পর্যন্ত নির্বাচন পরবর্তী যাতে কোন সহিংসতা না হয়, বিজয়ী প্রার্থীর লোকজন যাতে কারও প্রতি চোখ রাঙ্গাতে না পারে, ভয়ভীতি হুমকি-ধমক প্রদান করতে না পারে এবং মারপিট করতে না পারে সেজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, নির্বাচনের জয়-পরাজয়কে কেন্দ্র করে যদি কেউ হুমকি-ধমক প্রদান করে কোন সহিংসতার সৃষ্টি করে তাহলে সে যেই হোক তার অবস্থান যাই হোক তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্মানিত নগরবাসীর প্রতি পুলিশকে সহযোগিতার করার অনুরোধ জানিয়ে কমিশনার বলেন, ব্যক্তি জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তার জন্য আমরা সচেষ্ট থাকব।