ডিএমপি নিউজ: রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১,৫৮৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১১৪ গ্রাম ১১৫ পুরিয়া হেরোইন, ২৭৫ গ্রাম গাঁজা, ৪১ বোতল ফেন্সিডিল ও ৩৬টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
২৭ ডিসেম্বর, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা রুজু হয়েছে