ডিএমপি নিউজ: ঢাকা রেঞ্জ ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, পিপিএম এর সভাপতিত্বে আজ ১৩ নভেম্বর, ২০১৮ তারিখ সকাল ১০.০০ টায় ঢাকা রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে অক্টোবর/১৮ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা রেঞ্জের অফিসার ও ফোর্সদের মাসিক কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে তিনজন চৌকিদারসহ ৩৩ জন অফিসার/ফোর্সকে পুরস্কৃত করা হয়।
অক্টোবর /২০১৮ মাসে ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম, পিপিএম রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার এবং গোপালগঞ্জ জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম’কে রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কার দেওয়া হয়।
সভায় অক্টোবর/২০১৮ মাসে ঢাকা রেঞ্জাধীন জেলার অপরাধ পরিসংখ্যান নিয়ে বিস্তারিত আলোচনাসহ বিভিন্ন মামলা সংক্রান্তে দিক নির্দেশনা প্রদান করা হয়। পর্যালোচনায় দেখা যায়, আলোচ্য মাসে ঢাকা রেঞ্জে ২৯৭৮ টি মামলা রুজু হয়েছে, যা সেপ্টেম্বর/১৮ মাসের তুলনায় ৪৫১টি ও অক্টোবর/১৭ মাসের তুলনায় ৫০৩টি মামলা হ্রাস পেয়েছে। আলোচ্য মাসে মাদকদ্রব্য উদ্ধার খাতে ১৫৭০টি মামলা রুজু হয়েছে, যা সেপ্টেম্বর/১৮ মাসের তুলনায় ৩৯৮টি ও অক্টোবর/১৭ মাসের তুলনায় ৩৫৬টি মামলা হ্রাস। তাছাড়া, অস্ত্র উদ্ধার খাতে আলোচ্য মাসে ১৯টি মামলা রুজু হয়েছে, যা সেপ্টেম্বর/১৮ মাসের তুলনায় ২৫টি ও অক্টোবর/১৭ মাসের তুলনায় ১৪টি মামলা হ্রাস পেয়েছে। আলোচ্য মাসে খুন, চুরি, শিশু নির্যাতন ও অপহরণ মামলা হ্রাস এবং, নারী নির্যাতন, ডাকাতি ও দস্যুতা মামলা বৃদ্ধি পেয়েছে। অক্টোবর/২০১৮ মাসে পূর্বের মাসের তুলনায় ৫২৭টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি বেশি হয়েছে।
সভাপতি মহোদয়ের সম্মতিক্রমে মোঃ আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত ডিআইজি (অপরাধ) ঢাকা রেঞ্জ সভার কার্যক্রম পরিচালনা করেন। অতিরিক্ত ডিআইজি (অপস এন্ড ইন্টিলিজেন্স) মোঃ আসাদুজ্জামান, বিপিএম (বার) এবং রেঞ্জাধীন ১৩টি জেলার সকল পুলিশ সুপারসহ ঢাকা রেঞ্জ অফিসের পুলিশ সুপারগণও উপস্থিত ছিলেন।