ডিএমপি নিউজ: আজ ২৮ জুলাই’ ২০১৮ শনিবার সন্ধ্যায় শুভ উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলোজি বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যোসাল সাইন্স বিল্ডিংয়ের মোজাফ্ফর আহমেদ অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রিমিনোলোজি বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন গঠিত হয়।
নবগঠিত এসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডিএমপি’র কাউন্টার টেরোরিজমের প্রধান, ক্রিমিনোলোজি বিভাগের প্রাক্তন ছাত্র ও খন্ডকালীন শিক্ষক মোঃ মনিরুল ইসলাম বিপিএম-বার, পিপিএম-বার। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ক্রিমিনোলোজি মাস্টার্স ২য় ব্যাচের ছাত্রী জনাবা নাজনীন সুলতানা সুখী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আখতারুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. সাদেকা হালিম। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. জিয়া রহমান, চেয়ারপারসন, ক্রিমিনোলোজি অ্যালামনাই এসোসিয়েশন। এছাড়াও অত্র বিভাগের শিক্ষক ও বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।