ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল স্থগিত করা হয়েছে।
রোববার (২০ অক্টোবর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হয়, “ক-ইউনিটে ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও যুগ্ম-সমন্বয়কারীদের একটি জরুরী সভা ২০/১০/২০১৯ তারিখ সন্ধ্যায় বিজ্ঞান অনুষদের ডিনের কক্ষে অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক ক-ইউনিটে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে যে, কারিগরী ত্রুটির কারণে একটি সেটের MCQ অংশের উত্তরপত্র মূল্যায়নে কিছু ভুল পরিলক্ষিত হয়েছে। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এমতাবস্থায়, উপাচার্য মহোদয়ের সঙ্গে আলোচনা করে ঘোষিত ফলাফল স্থগিত করা হলো। সংশোধিত ফলাফল দ্রুততম সময়ে প্রকাশ করা হবে।“
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
প্রসঙ্গত, ৭৫ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) এবং ৪৫ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।