বিএ (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৫ জন মেধাবী শিক্ষার্থী ‘অধ্যাপক ড. হাবিবা খাতুন বৃত্তি’ লাভ করেছেন।
বৃত্তিপ্রাপ্তরা হলেন মো. আজিম উদ্দিন, মো. রেদওয়ানুল করিম, মো. আবদুল্লাহ আল মতিন, মোছা. তাওহিদ-ই-জাহান ও সৈয়দ মো. মুনতাসির মুহাইমেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গতকাল উপাচার্য লাউঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই বৃত্তির চেক তুলে দেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. হাবিবা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক।