ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশ করা হয়েছে।
আজ শনিবার সাত কলেজের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।
এর আগে গত ৮ অক্টোবর অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা ফলাফল প্রকাশসহ পাঁচ দফা দাবিতে নীলক্ষেত এলাকা অবরোধ করেন।
পরে শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান আগামী ৩০ নভেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে বলে ঘোষণা দেন।