আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে জাপানের শান্তিপূর্ণ পরমাণু শক্তি ব্যবহারের জন্য বিখ্যাত আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক ইয়োকিয়া আমানোকে সম্মানসূচক ডক্টর অফ লজ ডিগ্রি প্রদান করা হবে।
বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি আবদুল হামিদ-এর সভাপতিত্বে বেলা ২টা ৩০ মিনিটে ক্যাম্পাসের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে।
১৯২১ সালে প্রতিষ্ঠা পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এই পর্যন্ত দেশী-বিদেশী ৫২ ব্যক্তিকে সম্মানসুঁচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।
ইয়োকিয়া আমানো হচ্ছেন সম্মানসুঁচক ডক্টরেট ডিগ্রির ৫২তম বিজয়ী।
ডক্টর অফ লজ ডিগ্রি প্রাপ্তরা হলেন :
প্রথম চ্যান্সেলর আর্ল অফ রোনাল্ডশে (১৯২২)
প্রথম ভাইস-চ্যান্সেলর পি. জে. হার্টজ (১৯২৫)
এক্স-চ্যান্সেলর অফ দ্যা ইউনিভার্সিটি আর্ল অফ লোটন (১৯২৭)
এক্স- চ্যান্সেলর অফ দ্যা ইউনিভার্সিটি ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসন (১৯৩২)
এক্স- চ্যান্সেলর অফ দ্যা ইউনিভার্সিটি জন এন্ডারসন (১৯৩৬)
আবদুর রহিম (১৯৩৬)
এক্স- ভাইস চ্যান্সেলর স্যার এফ রহমান (১৯৩৭)
তৎকালীণ পাকিস্তানের গভর্নর জেনারেল খাজা নাজিমুদ্দিন (১৯৪২)
আগা সুলতান স্যার মোহাম্মদ শাহ আগা খান (১৯৫১)
ড. আবদুল ওয়াহাব আজম (১৯৫২)
তৎকালীন পাকিস্তানের জেনারেল এস্কান্দার মির্জা (১৯৫৬)
বিশ্ববিদ্যালয়ের তৎকালীন চ্যান্সেলর এ কে ফজলুল হক (১৯৫৬)
মাদাম সুং চিং লিং (১৯৫৬)
চীন-এর প্রাক্তন প্রধানমন্ত্রী চু-এন লাই (১৯৫৬)
তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট আইযুব খান (১৯৬০)
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের (১৯৬০)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (১৯৯৯)
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির বিন মোহাম্মদ (২০০৪)
প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (২০০৭)
ভাষা সৈনিক এএনএম গাজীউল হক (২০০৮)
ভাষা সৈনিক আবদুল মতিন (২০০৮)
তুরস্কের প্রেসিডেন্ট ড. আবদুল্লাহ গুল (২০১০)
জাতিসংঘের মহাসচিব বান কি মুন (২০১০)
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মহাপরিচালক পাজকেল লামি (২০১২)
ইউনেস্কোর মহাপরিচালক ড. ইরিনা বোকোভো (২০১২)
ভারতের প্রথম বাঙালী রাষ্ট্রপতি প্রণব মুখার্জী (২০১৩)
ডব্লিউআইপিও-এর মহাপরিচালক ড. ফ্রান্সিস গুরি (২০১৫)
‘সাহিত্যে ডক্টর’ ডিগ্রি লাভ করেছেন :
মহমহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী (১৯২৭)
বিশিষ্ট ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকার (১৯৩৬)
কবি ও দর্শনশাস্ত্র স্যার মোহাম্মদ ইকবাল (১৯৩৬)
রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৩৬)
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৩৬)
ড. মুহাম্মদ শহীদুল্লাহ (মরণোত্তর) (১৯৭৪)
কাজী নজরুল ইসলাম (১৯৭৪)
উস্তাদ আলী আকবর খান (১৯৭৪)
প্রফেসর আবুল ফজল (১৯৭৪)
প্রফেসর রণজিৎ গুহ (২০০৯)
‘বিজ্ঞানে ডক্টর’ ডিগ্রি লাভ করেছেন :
বিশিষ্ট বিজ্ঞানী স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন (১৯৩২)
স্যার জগদীশ চন্দ্র বসু (১৯৩৬)
স্যার প্রফুল্ল চন্দ্র রায় (১৯৩৬)
প্রফেসর সত্যেন্দ্র নাথ বোস (মরণোত্তর) (১৯৭৪)
ড. হিরালাল দে (১৯৭৪)
ড. মুহাম্মদ কুদরত-ই-খুদা (১৯৭৪)
ড. কাজী মোতাহার হোসেন (১৯৭৪)
প্রফেসর আবদুস সালাম (১৯৯৩)
ইউনেস্কোর মহাপরিচালক ড. ফেডারিকো মেয়র (১৯৯৭)
প্রফেসর অমর্ত্য সেন (১৯৯৯)
তাইওয়ানের প্রফেসর ইউয়ান তেইস লি (২০০৯)
যুক্তরাষ্ট্রের জর্জ মেসন ইউনিভারসিটির প্রফেসর আবুল হাসেম (২০০৯)
সিইআরএন-এর মহাপরিচালক প্রফেসর ড. রোলফ ডিটার হিউয়ার (২০১৪)।