বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে বাঁচাতে হলে তাদের সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলায় সম্পৃক্ত করার প্রচেষ্টা চালাতে হবে। এছাড়া কাউন্সিলিং এর পাশপাশি পারিবারিকভাবেও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে।
মঙ্গলবার ঢাকা জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন-এর সভাপতিত্বে সভায় অনুষ্ঠানে পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানসহ জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, ঢাকা মহানগরের আশেপাশের উপজেলাগুলোতে কর্মচঞ্চলতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এসব উপজেলায় কর্মজীবী মহিলাদের জন্য হোস্টেল করার উদ্যোগ নেয়ার কথা বলেন তিনি। সব এলাকায় উন্মুক্ত স্থান বাড়ানো জন্য জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা গ্রহণ করতে জেলা প্রশাসককের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।
সভা সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে ঢাকা মহানগর এলাকায় বিভিন্ন আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪০ জনকে কারাদন্ড ও ২২ লাখ ৭৭ হাজার ৯১৫ টাকা জরিমানা করা হয়েছে।