তাইওয়ানে ৬.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এই শক্তিশালী ভূমিকম্পে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১১৪ জন। ৬.৪ মাত্রার শক্তিশালী ওই ভূমিকম্পে দেশটির পূর্ব উপকূলীয় হুয়ালিন শহরের একটি হোটেল ও তিনটি ভবন ধসে পড়ে।
মার্কিন ভূতাত্বিক জরিপের তথ্য অনুযায়ী, পূর্ব উপকূলের ২০ কিলোমিটার দূরে গতকাল মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।
তাইওয়ানের ফায়ার সার্ভিসের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।
স্থানীয় সাংবাদিকরা জানান, মার্শাল নামক হোটেলের ভেতরে তিনজন আটকা পড়েছেন। উদ্ধারকর্মীরা তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।