ডিএমপি নিউজঃ চীনের বিচ্ছিন্ন অঞ্চল তাইওয়ানে এক শীর্ষ মার্কিন কর্মকর্তার সফরকে কেন্দ্র করে শুক্রবার (১৮ আগস্ট) সামরিক মহড়া শুরু করেছে বেইজিং। তাইওয়ান দ্বীপের কাছাকাছি ভারী যুদ্ধ সরঞ্জাম নিয়ে ব্যাপক মহড়া চালাতে দেখা গেছে চীনা বাহিনীদের। নিজেদের স্বার্বভৌমত্ব রক্ষার্থেই তাইওয়ান প্রণালীর কাছে চীনের এই মহড়া।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে বৈঠক করতে তিনদিনের সফর তাইপেতে এসেছেন মার্কিন অর্থনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি কেইথ ক্রাচ। এছাড়া নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্র-তাইওয়ানের ঘণিষ্ঠ সম্পর্কের কারণে এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। যারা আগুন নিয়ে খেলছে তারাই সেই আগুনে পুড়বে বলে আমেরিকাকে ইঙ্গিত করে সতর্ক করেছে বেইজিং।