দেশে বিদেশের পর্যটকদের পছন্দের তালিকায় দ্বিতীয় স্থানে আগ্রার তাজমহল৷ সম্প্রতি একটি ট্রাভেল পোর্টালের করা বিশ্বব্যাপী সমীক্ষায় এমন ফলই বেরিয়ে এসেছে৷ ১৯৮৩ সালে ইউনেস্কো বিশ্বের ঐতিহ্যশালী স্থানগুলির অন্যতম হিসেবে তাজমহলকে জায়গা দিয়েছিল৷ ট্রিপ অ্যাডভাইসর নামে একটি অনলাইন ট্রাভেল পোর্টাল ইউনেস্কোর তালিকাভুক্ত ঐতিহ্যশালী স্থানগুলির উপর সমীক্ষা চালায়৷ সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে তালিকায় একেবারে শীর্ষে রয়েছে কাম্বোডিয়ার আঙ্কোর ভাট মন্দির৷
দেশে বিদেশের পর্যটকদের মূল্যায়ন এবং পছন্দের ভিত্তিতে ট্রিপ অ্যাডভাইসরি এই তালিকাটি তৈরি করেছে৷ সমীক্ষায় করা এই তালিকায় অন্যান্য বিশিষ্ট স্থানগুলির মধ্যে রয়েছে- চিনের প্রাচীর, পেরুর ইনকা শাসনকালের ধ্বংসাবশেষ মাচ্চু পিচ্চু, ব্রাজিলেরে ইগুয়াজা ন্যাশনাল পার্ক, ইতালি প্রচীন গুহা সাসিদি মাতেরার মতো বিখ্যাত জায়গাগুলি৷
প্রসঙ্গত, প্রতি বছর ৮০লক্ষের বেশি পর্যটক আসে তাজমহল দেখতে৷ মুঘল সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী আরজুমান্দ বানু বেগম যিনি মমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটি নির্মাণ শুরু হয়েছিল ১৬৩২ খ্রিস্টাব্দে যা সম্পূর্ণ হয়েছিল প্রায় ১৬৫৩ খ্রিস্টাব্দে।