রাজশাহীর তানোরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামের ওই বাড়িটিতে অভিযান চালায় পুলিশ।
অভিযানের সময় অস্ত্র ও বিস্ফোরকসহ আটক করা হয় সন্দেহভাজন তিন জঙ্গিকে। নারী ও শিশুসহ পরিবারের আরো ৯ জনকে থানা হেফাজতে নেয়া হয়েছে। বাড়িটিতে তল্লাশি চালিয়ে দুটি সুইসাইডাল ভেস্ট, পাঁচ রাউন্ড গুলিসহ পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী জানান, বগুড়া গোয়েন্দা পুলিশের কাছে খবর পেয়ে এ অভিযান চালানো হয়। বাড়ি ঘেরাও করার পর আত্মসমর্পণের আহ্বান জানালে তারা সাড়া দেন।
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার তিনজন হলেন – রমজান আলীর ছেলে ইব্রাহিম হোসেন (২৬), ইসরাফিল হোসেন (২৪) ও জামাতা রবিউল ইসলাম (২৫)। তিনজনই জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত বলে পুলিশ কর্মকর্তা সুমিত জানান।
আর থানায় নেওয়া হয়েছে – রমজান আলী, তার স্ত্রী আয়েশা বেগম, মেয়ে হাওয়া খাতুন, ইব্রাহিমের স্ত্রী মর্জিনা খাতুন, ইসরাফিলের স্ত্রী হারেছা খাতুন ও রমজানের চার নাতি, যাদের বয়স এক মাস থেকে নয় বছর।
রমজান আলী উপজেলার গৌরাঙ্গপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।