আফিগানিস্তানে ৭ ভারতীয়কে অপহরণ করেছে তালিবান ৷ অপহৃত ৭ ভারতীয় ইঞ্জিনিয়ারের খোঁজ এখনও মেলেনি ৷ কিন্তু তালিবানদের কোন ঘাঁটিতে রয়েছেন অপহৃতরা তা এখনও পরিষ্কার নয় ৷ অপহৃতরা সুরক্ষিত বলে জানাচ্ছে আফগান প্রশাসন ৷ কিন্তু, তালিবানের ঘাঁটিতে কতটা সুরক্ষিত, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷
ভারতীয়েদর অপহরণের পর ভারতের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে আফগান বিদেশমন্ত্রক৷ আফগান প্রশাসনের আশ্বাস, অক্ষত অবস্থায় দেশে ফিরবেন ৭ ভারতীয় ৷ তালিবানদের সঙ্গে কথা বলতে মধ্যস্থতাকারীদের সাহায্য নেবে আফগান প্রশাসন । আফগান প্রশাসন সূত্রের খবর, যুদ্ধবিধ্বস্ত এলাকাতেই ভারতীয়দের রাখা হয়েছে ৷ আফগান প্রশাসনের দাবি, ভারতীয়দের ফেরাতে মধ্যস্থতাকারীদের সঙ্গে কথাও বলা হয়েছে৷
ভারতীদের অপহরণ নিয়ে রাশিয়ার সঙ্গেও কথা বলেছে ভারত ৷ মস্কোয় মোদী-পুতিন বৈঠকেই অপহরণের কথা জানানো হয়েছে ৷ ভারতীয়দের অপহরণ বিষয়ে আন্তর্জাতিক দুনিয়াকে অবগত রাখতেই রাশিয়াকে বিষয়টি জানান হয় ৷ অপহরণের পর থেকেই স্থানীয়দের মাধ্যমে তালিবানদের সঙ্গে কথা বলছে আফগান প্রশাসন ৷ ভারতীয় ইঞ্জিনিয়াদের আফগান সরকারের কর্মী মনে করেই অপহরণ করা হয় ৷ স্থানীয়দের মারফত প্রশাসনকে এমনই জানায় তালিবানরা ৷ আপাতত, তালিবানদের কবল থেকে ভারতীয়দের বাঁচাতে থুব সন্তর্পনেই পা ফেলছে ভারত-আফগানিস্তান ৷